Why we want our voice to be heard?

Pages

Wednesday, November 3, 2010

রাঙামাটিতে সন্তু লারমা- ১২ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক

রাঙামাটিতে সন্তু লারমা

১২ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি | তারিখ: ০১-১১-২০১০


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ১২ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণের নামে সেনা শাসন বলবৎ রয়েছে। চলছে ভূমি জবরদখল, সাম্প্রদায়িক উসকানি ও আদিবাসীদের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া।
গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের বয়স দুই বছর হতে চললেও চুক্তি বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ধীরাজ চাকমার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা প্রমুখ। 




------------------------
courtesy: prothom-alo.

No comments:

Post a Comment